
বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। ফাইল ছবি
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলার প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। নতুন করে বৃষ্টির শঙ্কা না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ও ভারতে আবহাওয়ার সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে (মেঘালয়, আসাম, ত্রিপুরা ও বরাক বেসিন) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নাই। ফলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলভীবাজার জেলার পানি কমা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার দুই নদীর দুই পয়েন্টের পানি বিপৎসীমার উপরে আছে। নেত্রকোনার বাউলাই নদীর খালিয়াজুরি পয়েন্টের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর কমলাকান্ধা পয়েন্টের পানি ৩ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে।
এদিকে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, নেত্রকোনায় ৩০ এবং চাঁদপুরে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।